Sunday, April 23, 2017

Fish Feed Calculators


Time saving calculation of Food amounts for commercial fishes.....

Fish Feeding amount, feeding rate, feed price calculation, price list, fish health calculators are in this single app with user friendly interface.  You can change the languages too. A details help section will help you to understand all the functions and utility of these calculators. Time saving calculation are here in one touch.... Enjoy.

Download Link: Click Here or Click Here

মোবাইলেই মাপুন মাছের প্রতিবেলার খাদ্য পরিমান

সাল ২০১৩। স্থান যশোর চাঁচড়া। মাছের পোনার বিশাল বাজার। খাতা হাতে অনার্সের গবেষণা কর্মের জন্য বিভিন্ন ধরনের পোনার ওজন, খাদ্য পরিমান, দেহের দৈর্ঘ্য, সহজলভ্যতার সময় টুকে নিচ্ছিলেন নোবিপ্রবির ফিসারীজের ছাত্র এম শাহানুল ইসলাম।  থিসিস লিখে জমা দেবার পর তার মাথায় আসে এই কাজটি তো ফাইল পত্রের তলে চাপা পড়ে যাবে। সাধারণ মানুষ, মৎসচাষী কিভাবে এর কথা জানবে বা গবেষণার ফল পাবেন।

তার কিছুদিন পর হতেই তিনি মাছের খাবারের অনুপাতকে কিভাবে সহজলভ্য করা যায় তা ভাবতে থাকেন। কিন্তু একদিকে তার মাস্টার্সের পড়া ও অন্যদিকে পর্যাপ্ত ফান্ডের অভাবে তিনি তেমন আগাতে পারেন নি। তাই মাস্টার্স শেষ করেই তিনি ব্রাকে মাঠ পর্যায়ের একটি চাকুরী নেন যেখানে চাষীদের একদম কাছাকাছি গিয়ে তথ্য নেয়া তার জন্য সহজ হয়ে পড়ে।

নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে তিনি একটি গাণিতিক ধারণা পান যাতে করে চাষীরা খুব সহজেই নিজের এন্ড্রয়েট মোবাইল দিয়ে বাংলাদেশে চাষযোগ্য যেকোন মাছের খাদ্য অনুপাত নির্ণয় করতে পারবেন।  কিন্তু এরই মাঝে তিনি চায়নাতে পিএইচডি করবার জন্য স্কলারশিপ পেয়ে যান। ব্যস্ততা আবার তাকে ঘিরে ধরে।

কিন্তু তবুও তিনি থেমে না থেকে নিজ উদ্যেগে বানিয়ে ফেলেন মাছের খাবারের ক্যালকুলেটর যাতে আছে ২১টি চাষযোগ্য মাছের খাদ্য নির্ণয় পদ্ধতি । তিনি এতে এককচাষ ও মিশ্রচাষ উভয়ই যোগ করেছেন চাষীদের সুবিধার জন্য।

এই এপটিতে অন্যান্য সুবিধা হিসেবে মাছের স্বাস্থ্য ও বৃদ্ধি পরীক্ষার জন্যও ক্যালকুলেটর সন্নিবেশ করা হয়েছে। আছে এফসিআর ও দাড়িপাল্লা ছাড়াই মাছের ওজন নির্ণয় করবার সহজ পদ্ধতি। দেয়া আছে মাছের খাবারের তুলনামুল দাম ও হাতে খাবার বানানোর উপকরণের নাম অনুপাত সহ। দেয়া আছে মাছের পোনার দাম ও মাছকে কখন খাবার দিতে হবে তা মনে করিয়ে দেবার জন্য স্বয়ংক্রিয় এলার্ম।

গুগল প্লে স্টোরে এই এপটি Fish Feed Cslculator নামে পাওয়া যাবে। এপটি সকলের জন্য বিনামূল্যে রাখা হয়েছে। তিনি এর কপিরাইটও পেয়েছেন ২০১৭ সালে। তার মতে, ”আমি এখনও ছাত্র। যথাযোগ্য সরকারি বা বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে আমি এই এপটিকে আরও উন্নত করতে পারবো। বিভিন্ন দেশ থেকে আমার এই এপটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করবার জন্য অনুরোধ আসে। আমি নিজের মতো চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারা যায়।”


ভবিষ্যতে এই এপটিকে আর সহজ ও সাবলীল করে তোলাটাই তার লক্ষ্য।    

1 comment: