BD Fishpedia (মোবাইল এপ্লিকেশন)


বাংলাদেশের মৎস সম্পদকে চোখের পলকে হাতের মুঠোয় আনতে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ৫৬৫ টি মৎস প্রজাতির সকল প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ মোবাইল এপলিকেশন BD Fishpedia যা চলবে ইন্টারনেট ছাড়াই।

কেন এই দরকারঃ
আমাদের এই দেশের সকল কোনায় মাছের চাষ হলেও মাছ সম্পর্কিত সকল তথ্য জানতে শরনাপন্ন হতে হয় ইন্টারনেটের। কিন্তু ইন্টারনেট এর গতি অনেক কম আমাদের। সকলে তা সাধ্য অনুযায়ী কিনতেও পারে না। ছাত্র ছাত্রী শিক্ষক ও গবেষকদের বিভিন্ন মাঠ পর্যায়ের কাজে মাছের কোন তথ্য প্রয়োজন হলে তা সহজলভ্য না হওয়ার কাজ ব্যাহত হয়, দেশ সাবলীর গতিতে এগিয়ে যেতে পারে না…

সেইসব মানুষের কাছে এসব তথ্য ইন্টারনেট ছাড়াই কম জায়গায় সহজলভ্য  করে দেবার জন্য এই এপটির প্রয়োজন ছিল সময়ের দাবী।

উদ্যোক্তা ও ডেভলপারঃ  
এই BD Fishpedia  এর পথচলা শুরু হয়েছিল আজ হতে সাত বছর আগে এর উদ্যোক্তা এম শাহানুল ইসলামের ফিসারীজে অনার্স পড়বার সময় হতে। তিনি এর সম্পর্কিত সকল জ্ঞান বিভিন্ন বই ও ওয়েবসাইট হতে লিপিবদ্ধ করে একটি নকশা দাঁড় করান যা পরবর্তিতে প্রোগ্রামিং এর মাধ্যমে এপ এ রুপান্তর করেন কিবিবাইটস এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান।

কি কি আছে এতেঃ
মাছের পরিবার ও প্রজাতির নাম, কে প্রথম গবেষণা করেছে, কোথায় পাওয়া যায়, আকার কেমন, রকম কেমন ইত্যাদি তথ্যে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। দেওয়া হয়েছে ছবি যা আপনি ডাউনলোড করতে পারবেন ছবির ওপর চাপ দিয়ে। রেফারেন্স দিয়ে ব্যবহার করতে পারবেন নিজের কাজে।
অপ্রতুলতা ও ভবিষ্যত সম্ভাবনাঃ এই এপটির বেশ তথ্য ঘাটতি রয়েছে এখনও। বিভিন্ন সাইটের যেমন Fishbase এর কিছু রেফারেন্স নম্বর ব্যবহার করা হয়েছে বেশি বিস্তারিত জানবার জন্য। ছবি ছোট, কিছুটা ঘাটতি ও একবারে সকল মাছের সবধরনের তথ্য সন্নিবেশ করা হয়নি। ভবিষ্যতে আর নতুনভাবে এটাকে ঢেলে সাজিয়ে আরও উন্নত করার কাজ চলছে। আপনাদের যেকোন মতামত সাদরে গ্রহণযোগ্য।

শেষকথাঃ
  আরও ৩১৪ টি সামুদ্রিক মাছের তথ্য পরবর্তিতে সংযোজন করা হবে এতে।  সকলের কাছে প্রত্যাশা তারা যেন পরীক্ষায় নকল করবার কাজে এই এপটি ব্যবহার না করে। এপটি সকলের মাঝে ছড়িয়ে দিন ডাউনলোড ও শেয়ার করে। আমাদের সাথেই থাকুন। দেশকে নিয়ে চলুন সামনে। ধন্যবাদ।


ডাউনলোড লিংক: http://play.google.com/store/apps/details?id=com.kibibytes.fishbd

1 comment: