Sunday, May 15, 2022

মৎসবিজ্ঞান সংক্রান্ত জব প্রস্তুতিঃ


ফিশারিজ সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলির উপর প্রস্তুতি নেওয়া যেতে পারেঃ

১) মৎস্য খাতে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোকপাত করুন ২) স্বাধীনতার পর মৎস্য খাতের উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে লিখুন ৩) মৎস্য খাতের অগ্রগতিতে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলি লিপিবদ্ধ করুন ৪) মৎস্য খাতে ২০২১ সালের মূলমন্ত্র ব্যাখ্যা করো ৫) একক চাষ এবং মিশ্রচাষ এর মধ্যে পার্থক্য কি ৬) মৎস্য প্রজাতি সংরক্ষণের পরিবেশ আইন গুলি কি কি ৭) মাছের ১০ টি রোগ, এর প্রতিকার এবং ওষুধের নাম লিখুন ৮) দশটি স্বাদুপানির এবং দশটি লোনা পানির মাছের বৈজ্ঞানিক নাম লিখুন ৯) পুকুরে অক্সিজেন কমে গেলে কি করতে হয় ১০) পুকুর প্রস্তুতি এর ধাপ সমূহ বর্ণনা করুন ১১) মজুদ পুকুরে বৈশিষ্ট্য কি কি ১২) পোনা সংরক্ষণ এবং সরবরাহের নিয়ম গুলি কি কি ১৩) রেনু পোনা, ধানী পোনা এবং চারাপোনার মধ্যে পার্থক্য কি কি? ১৪) বাংলাদেশের স্বাদু পানির মাছের প্রজাতি সংখ্যা কত? ১৫) বাংলাদেশ মৎস্য গবেষণা সংক্রান্ত পাঁচটি প্রতিষ্ঠান নাম লিখুন ১৬) প্রাকৃতিক খাদ্য এবং বাণিজ্যিক খাদ্যের সুবিধা এবং অসুবিধা গুলি কি কি ১৭) চাষের পুকুরে উপরের স্তরের, মধ্যস্তরের এবং নিম্ন স্তরের খাবার খায় এমন পাঁচটি করে মাছের নাম লিখুন ১৮) গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির মধ্যে পাঁচটি পার্থক্য লিখুন ২০) মাছের শরীরে সাধারণত কত ধরনের পাখনা থাকে? তার নাম কি কি? ২১) বাংলাদেশে মৎস্য অভয়ারণ্য কয়টি ও কি কি? ২২) এবছর বাংলাদেশের মোট উৎপাদিত ইলিশ কত টন? ২৩) এ বছর বাংলাদেশে মোট মাছের পরিমাণ কত? এর ভেতরে চাষের মাছ এর অবদান কত টন?
নিম্নলিখিত যেকোনো পাঁচটি বিষয় সম্পর্কে টীকা লিখুন - কাঁকড়া চাষ - শামুক চাষ - চিংড়ি চাষ - Case culture - Raceway culture - Biofloc culture - Aquaponics - Monosex tilapia - Gift tilapia - GIFU - SIS - FCR - CPUE - Fish breeding - Artificial insemination - Fish pathogen - WAAS - EUS - River bank management - Community fish culture management - Coastal fisheries - Wetland management - Integrated fish culture - Fish by products - Trash fish - Fishing gear - Catadromous fish - Anadromous fish - Estuarine fishes - Ornamental fishes - জাতীয় মৎস সপ্তাহ - Fishing banning period এগুলোর সাথে আমি কিছু আমার মত করে প্রশ্ন দেই? ১) বাংলাদেশ মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ জন বিজ্ঞানীর নাম লিখুন ২) অধিকাংশ মাছের পিঠের দিকে গাঢ় রঙ এবং পেটের দিকে ফ্যাকাশে রং কেন থাকে? ৩) বাংলাদেশ অধিকৃত বঙ্গোপসাগরের শতকরা কতটুকু অংশ হতে মৎস্য আহরণ করা হয়? ৪) প্রাকৃতিক অবস্থার সাথে মাছের প্রজনন এর কি সম্পর্ক উদাহরণসহ বর্ণনা ৫) মাছের বিভিন্ন ধরনের বাচ্চা প্রতিপালন পদ্ধতি চিত্রসহ বর্ণনা ৬) মৎস্য খাতে এমন পাঁচটি আবিষ্কারের নাম লিখুন যেগুলো বাংলাদেশ থেকেই হয়েছে? এ বাদেও আরো প্রশ্ন রয়েছে সেগুলো নিজ দায়িত্বে পড়ে নিতে হবে।

No comments:

Post a Comment