Sunday, June 30, 2019

জার্নাল হতে পেপার ডাউনলোড (টাকাছাড়া)

মাঝে মাঝেই গবেষণা করতে গিয়ে নানা জার্নাল হতে গবেষণা পত্র ডাউনলোড করা লাগে কিন্তু ডাউনলোড করতে গিয়ে দেখা যায় ডলার না দিলে পিডিএফ দেয় না। ব্যাপারটা ওসাম। তারা কষ্ট করে গবেষণা করে আপলোড করেছে আর আপনারা ফ্রি ফ্রি দেখে নিবেন? গবেষককে টাকা দিবেন না? আচ্ছা ধরে নিলাম আপনি আমার মতো গরীব। তাহলে তো হ্যাক করা ছাড়া উপায় নেই। তাই গরীব দুঃখী গবেষকদের জন্য একটু চুরি....

হ্যাঁ !! এটা একটা চুরি। পরের জিনিস আপনি টাকা দিয়ে না কিনে তার অনুমতি ব্যাতীত ডাউনলোড করে নিচ্ছেন.... তবে যদি আপনি ResearchGate এ গিয়ে যে পেপারটা ডাউনলোড করবেন সেই গবেষক কে Request Download Links এ প্রেস করেন ও সে আপনাকে অনুমতি দেয় তাহলে ভিন্ন ব্যাপার।

কিন্তু গবেষক নানা কাজে ব্যস্ত থাকে। আপনার রিকোয়েস্ট দেখবার যদি সময় না পান? তবে? তাই একটু চুরি করতে নিচের লিংকগুলি মুখস্ত করে নিনঃ

https://মsci-hub.মmksa.মtop/
www.মsci-hub.মla
www.মsci-hub.মhk
www.মsci-hub.মmn
www.মsci-hub.মname
www.মsci-hub.মtv
www.মsci-hub.মtw
www.মsci-hub.মse

ওরে বাবা। একই নামে এত্তগুলি !!! এমন কেন? আসলে এদের সার্ভার বড় বড় জার্নালের অনুরোধে ডাউন করে দেয়া হয় তাই এরা নাম পরিবর্তন করে প্রায়ই। প্রথমটুকু ঠিক থাকে খালি ডট এর পরে পরিবর্তন হয়। হালকা গুগল করলেই পেয়ে যাবেন আসল সাইট। লিংকগুলি কপি করবার সময় “ম” গুলিকে কেটে দিবেন। এখনঃ
এমন পেজ পাবেন ওই লিংকে যেখানে যে পেপারটি ডাউনলোড করতে চান তার নাম, পুরো টাইটেল, DOI নম্বর বা লিংক পেস্ট করার পর Open এ চাপ দিলে পিডিএফ চলে আসে সাই করে।
ফা*কা স্থানে উপরে আসা কোডটি বসিয়ে এন্টার চাপুন.....

এরপর ডাউনলোড করে নিন এক ক্লিকেই......
এবাদেও Google CromeSci-Hub Chrome Extensions পাওয়া যায় যাতে এক ক্লিক করেই পেপারটা ডাউনলোড করা যায় যার ভিডিও টিউটোরিয়াল এই লিংকেঃ Youtube

এবাদেও নিচের লিংক হতে করা যায় ডাউনলোড একই পদ্ধতিতে।
http://gen.মlib.rus.ec/scimag/index.php   (অবশ্যই “ম” টা কে কেটে দিবেন কপি করবার সময়)

প্রথমে ওই সাইটে গেলে নিচের মতো দেখাবেঃ
এই ফাকা জায়গাতে গবেষণাটির নাম লিখতে হবে বা ডই নম্বর
এরপর নিচে গবেষণাপত্রটি চলে আসবে, সেখানে শেষ কলামের নিচের ঘরের ২য় লিংকে ক্লিক করতে হবে
এখন এই গেট এ চাপ দিলেই পিডিএফ ফাইলটা নেমে যাবে

Rahman ভাইয়ের মতেঃ
বিনা শর্তে বা বিনা মুল্যে পেপার ডাউনলোড করতে না পারলে সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই লিংকেঃ

http://মlibgen.is/মscimag/ (“ম” কেটে দিন)

গিয়ে DOI পেস্ট করে Search এ ক্লিক করুন। প্রদত্ত লিংকগুলার যেকোনটিতে ক্লিক করে CAPTCHA দিয়ে রাশিয়ান ভাষায় продолжить (continue) তে ক্লিক করলেই হবে।

যারা জানে না তারা বিষয়টি জেনে রাখলে থিসিসের Introduction, Literature Review, Methodology ও Discussion এর ভিত মজবুত করার ক্ষেত্রে কাজে লাগতে পারে।

তবে শত চেষ্টা করেও কিছু পেপার পারবেন না ডাউনলোড করতে সেসকল পেপারের সকল লেখকদের কে বিনয়ের সাথে Email করবেন আপনার ও আপনার দেশের অর্থনৈতিক অবস্থা লিখে এবং কেন পেপারটি দরকার, কতটা জরুরী দরকার ইত্যাদি.... আর কোন উপায় আমার জানা নেই :(

যারা আমাকে ওভারঅল পছন্দ করেন না কিন্তু আমার সামনে ভাল মানুষ সেজে এই নোটটি খুঁটায়ে খুঁটায়ে পড়তেছেন তাদের জন্য, ভাগ শালা !!

আর আমার সকল শুভান্যুধায়ীদের জন্য রইলো ভালবাসা। দোয়া করবেন যেন সুস্থ্য থেকে পৃথিবীকে সেবা করতে পারি। আমিন। :)

বিদ্রঃ প্রতিটা ওয়েবসাইট এর ঠিকানার মাঝে কিছু স্পেস দেয়া আছে সেগুলি দেবেন না সার্চ করবার সময়..... আর এই লাইনটা না বুঝলে গবেষণা আপনার জন্য না। বাড়ি যান। ঘুমান। ..... টাটা ....

No comments:

Post a Comment